জহির খন্দকার: সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিষেশ মত বিনিময় সভা অাজ (গত১১ মে) দুপুর ১২ টায় ঈদগড়ে অনুস্টিত হয়েছে।রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাজান অালীর সভাপতিত্বে ঈদগড় ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অালী হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ড এ কে এম ইকবাল হোসেন, ৫০ ব্যাটালিয়ান বিজিবির সিও লে.কর্নেল তানভির, র্যাব ৭ এর মেজর রুহুল অামিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এডিশনাল এসপি আফরাজুল হক টুটুল, কক্সবাজার জেলা অাওয়ামীলীগ সভাপতি এড:সিরাজুল মোস্তফা, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল অালম, রামু থানার অফিসার ইনচার্জ প্রভাশ চন্দ্র ধর, চকরিয়া থানার অফিসার ইনচার্জ বখতিয়ার উদদীন চৌধুরী, ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ অাহাম্মদ ভুট্রো সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাঙ্গালী, মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজা, নুরুল অালম ফেরদাউসী, রামু কেন্দ্রিয় জামে মসজিদের খতিব হাফেজ অাব্দুল হক, ডা অাইয়ুব তাহের ও স্থানীয় শিক্ষিকা দিলোয়ারা বেগম প্রমুখ।এই সময় স্তানীয় সুশিল সমাজ বিভিন্ন মসজিদের ইমাম শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ সহ ঈদগড়ের অামজনতা উপস্তিত ছিলেন । প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অালি হোসেন বলেন, ইসলাম শান্তির ধর্ম ইসলামে জঙ্গিবাদের কোন স্তান নেই।সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রনে তিনি এলাকাবাসির সহযোগিতা কামনা করেন।এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রনে ঈদগড়ে একটি বি জি বির ক্যাম্প স্তাপনের ব্যাবস্তা করবেন বলে ঘোষনা দেন।
ঈদগড়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধি মতবিনিময় সভা অনুস্টিত।
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
