সপ্তাহে দুদিন

কালেরকন্ঠ :
ঢাকা-কক্সবাজার রুটে সপ্তাহে দুদিন বোয়িং ৭৩৭-৮০০ বিমানে যাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। পর্যটকদের সুবিধার্থে সপ্তাহের বৃহস্পতি ও শনিবার যাত্রী পরিবহনের নতুন এই সময়সূচি ঘোষণা করেছে। এই রুটে বিজনেস শ্রেণিতে সর্বনিম্ন ভাড়া রাখা ৯ হাজার টাকা এবং ইকোনমিক শ্রেণিতে ভাড়া সর্বনিম্ন চার হাজার টাকা। এ ছাড়া সপ্তাহের বাকি পাঁচ দিন ড্যাশ বিমানে ঢাকা-কক্সবাজার যাত্রী পরিবহন করছে সরকারি এই বিমান সংস্থা।

গ্রীষ্মকালীন নতুন সময়সূচি অনুযায়ী প্রতি বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা ছাড়বে আর কক্সবাজারে পৌঁছবে বিকেল ৫টা ৫ মিনিটে। একই ফ্লাইট কক্সবাজার থেকে ৫টা ৪৫ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছবে ৬টা ৩৫ মিনিটে।

আর শনিবার ঢাকা থেকে একই সময়ে ছেড়ে যাবে এবং একই সময়ে কক্সবাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছবে। বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ কালের কণ্ঠকে বলেন, ‘সুপরিসর বোয়িং ৭৩৭-৮০০ বিমান সপ্তাহে দুদিন এবং বাকি পাঁচ দিন ড্যাশ বিমান ঢাকা-কক্সবাজার রুটে চলাচল করবে। সাপ্তাহিক ছুটি কক্সবাজারে উপভোগ করতে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৬ মে ঢাকা থেকে কক্সবাজার রুটে বোয়িং ৭৩৭-৮০০ ফ্লাইটে যাত্রী পরিবহন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তিনি নিজে ঢাকা থেকে এই বিমানে কক্সবাজার যান। এর মধ্য দিয়ে কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বড় পরিসরের বোয়িং বিমান চলাচল শুরু হলো। বর্তমানে এই রুটে রিজেন্ট এয়ার, ইউএস-বাংলা, নভোএয়ার ছোট পরিসরের বিমানে যাত্রী পরিবহন করছে।

জানা গেছে, কক্সবাজারকে ঘিরে সরকারের অনেক মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এই কার্যক্রম গতিশীল করতে সরকার ২০১৮ সালের মধ্যে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করছে। এটি বাস্তবায়িত হলে বোয়িং ৭৩৭ ছাড়াও বোয়িং ৭৭৭ অবতরণ করা সম্ভব বলে আশা কর্তৃপক্ষের।