হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

টেকনাফে ২ দিন ধরে নিখোঁজ কিশোরী স্কুল ছাত্রীসহ অপহরনকারীকে আটক করেছে জনতা। দীর্ঘ চেষ্টার পর ১০ মে রাত সাড়ে ৮টার সময় সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার মোহাম্মদ শফির বাড়ী থেকে জনতার সহযোগীতায় তাদের উদ্ধার করে স্থানীয় মেম্বার মোহাম্মদ আবদুল্লাহ। অপহরনকারী টেকনাফ সাবরাং আচারবনিয়া গ্রামের মোহাম্মদ তৈয়ুবের পুত্র সৌদি প্রবাসী মোহাম্মদ ইসহাক। মাত্র কয়েক দিন আগে ইসহাক সৌদি আরব থেকে আসেন।

জানা যায় কয়েক বৎসর পূর্বে টেকনাফ হোটেল দ্বীপ প্লাজার কয়েকজন কম্পিউটার ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়। উক্ত মামলা নিয়ে ইসহাক সৌদি আরব চলে যান। ইসহাকের বিরুদ্ধে মামলা রয়েছে, উক্ত মামলায় অন্যান্য আসামীরা জামিনে রয়েছেন। তবে ইসহাক আদালতে হাজিরা না দিয়ে সৌদি আরবে অবস্থান করায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে জানা যায়। টেকনাফ গার্লস হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ১২ বৎসর বয়সী এক কিশোরীকে ২ দিন পূর্বে অপহরণ করেন ইসহাক।
কিশোরীর পিতা মোহাম্মদ ইসমাইল জানান, আত্মীয়তার সুযোগে আমার মেয়েকে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেসসহ ২দিন পূর্বে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উভয় পক্ষ বসে বিষয়টি তাঁদের মত নিষ্পত্তি করার চেষ্টা করছে।