আবদুল মজিদ, চকরিয়া:

চকরিয়া পৌর এলাকায় আপন ফুফিকে বসতবাড়ি হতে উচ্ছেদ করতে  ১০ মে থানায় হয়রাণী মূলক মিথ্যা মামলা দায়ের করেছে। ইতিপূর্বে গত ৬ মে’১৭ইং ওই মামলাটি দায়েরের চেষ্টা করেছিল।

অভিযোগে জানা যায়, চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের নিরিবিলি আবাসিক এলাকায় বিএস খতিয়ান নং ৯২২, দাগ নং ৬২৪৫ ও ৬২৫৮-এ ৩৪শতক জমিতে বসতভীটা ও চাষাবাদ করে শান্তিপূর্ণ ভোগ দখলে রয়েছেন মৃত জাকের আহমদের পুত্র পরভেজ উদ্দিন গং। কিন্তু পারভেজ উদ্দিনের স্ত্রী পারভিন আক্তারের নেশাগ্রস্ত ভাতিজা আরমানুল ইসলাম ও তার ভাড়াটে লোকজন পারভেজ উদ্দিনের বাড়িতে গত ৬ মে (শনিবার) সকাল ৯টার দিকে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। হামলাকালে পারভেজ উদ্দিনের স্ত্রী পারভীন আক্তার (৩৫) ও তার বাড়ির দারোয়ানকে দা-কিরিছ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ওই সময় ভাতিজা আরমানুল ইসলাম ও তার ভাড়াটে সহযোগিরা বাড়ির আলমারি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে জেলা সদর হাসপাতালে রেফার করেন।

কিন্তু হামলার শিকার ক্ষতিগ্রস্তরা হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে ঘটনার ৪দিন পর হামলাকারী নেশাগ্রস্ত ভাতিজা আরমানুল ইসলামের অপকর্ম ঢাকার লক্ষ্যে তার মা রোকেয়া বেগম বাদী হয়ে গতকাল ১০মে উল্টো হামলা শিকার পরিবারের বিরুদ্ধে থানায় হয়রাণী মূলক মিথ্যা ও বানোয়াট মামলা (নং ১৫, জিআর ২৪৪) দায়ের করেছেন। উক্ত মিথ্যা মামলায় রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য একজন সাবেক বিএনপি নেতা ও দুইজন সরকারি কর্মচারীসহ ৬জনকে অন্যায়ভাবে আসামী করা হয়েছে। যারা উক্ত ঘটনার সময় অত্র এলাকাই উপস্থিত ছিলনা। মামলাটি সম্পূর্ণ হয়রাণী ও উদ্দেশ্য মূলক বলে মনে করেন স্থানীয় লোকজন। স্থানীয়রা জানিয়েছেন, মূলত: পারভেজ উদ্দিন গংয়ের বসতভীটা ও ফসলী জমি জবর দখল করার জন্যই রোকেয়া বেগম গং এ হামলা, মিথ্যা মামলা ও লুটপাটের পথ বেছে নিয়েছেন। ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ পূর্বক নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা থেকে অব্যাহত দেওয়ার দাবী জানিয়েছেন।