এম. জুবাইদ, পেকুয়া:

পেকুয়ার রাজাখালী ইউনিয়নের বখশিয়া ঘোনা এলাকার মো. ওসমানের পুত্র মো: শাহাজাহানকে অজ্ঞান করে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভোক্তভূগি শাহজাহান চট্টগ্রামস্থ বন্দর নগরী স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র।

গত সোমবার (৮মে) সন্ধ্যা ৭টার দিকে বখশিয়া ঘোনা এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় ওই স্কুলছাত্রকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

শাহাজাহানের চাচা ও রাজাখালী ইউপির সদস্য মো. ইসমাঈল বলেন, একই এলাকার জাহাঙ্গীর আলম, ডাঃ মজিদ, বাবুল, মিশকাত ও কবির পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাইপোকে অজ্ঞান করে হত্যাচেষ্টা চালায়। এ ঘটনা নিয়ে এলাকায় দু’পক্ষে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

স্কুলছাত্র শাহজাহানের পিতা ওসমান বলেন, গত ৮মে রাতে দিকে স্থানীয় সাবেক এমইউপি মসলউদ্দিন আমার ছেলে শাহাজানকে অজ্ঞান অবস্থায় একটি লবণের মাঠের ধারে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। সে সময় আমি বাড়িতে না থাকলেও পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে। তার জ্ঞান ফিরলে জড়িত ব্যক্তিদের নাম বলে।

তিনি আরো বলেন, রাত ৮টার দিকে বাড়ির পার্শ্বে একটি ব্রীজের উপর দাঁড়িয়ে ছিলো আমার ছেলে। হঠাৎ পিছন থেকে ওই দুর্বৃত্তরা তার মুখে স্প্রে দিয়ে অজ্ঞান করে ফেলে। অজ্ঞান হওয়ার আগে সে তাদের দেখতে পায়। আমরা তার চিকিৎসায় ব্যস্ত থাকায় আইনের আশ্রয় নিতে পারেনি। এ বিষয়টি সে সময় ঘটনাটি তাৎক্ষনিকভাবে স্থানীয় ব্যক্তিদের অবগত করা হয়েছে। এব্যাপারে আমরা খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা নিচ্ছি।

ইউপি সদস্য ইসমাঈল অভিযোগ করে আরো বলেন, জাহাঙ্গীর আলম ও আবদুল মজিদ আদম ব্যবসায়ী। তাদের স্ত্রী দিয়ে ইয়াবা ব্যবসা করে। বহুবার এ বিষয়ে স্থানীয়রা তাদের নিভৃত করার চেষ্টা করলেও পেরে ওঠেনি। এমনকি তাদের অবৈধ কাজের বিরুদ্ধে স্থানীয়রা প্রতিবাদ করলে উল্টো তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করে।