শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর

কক্সবাজার সদরের ঈদগাঁও ও ইসলামাবাদ, ইসলামপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ ফেরারী আসামীকে গ্রেফতার করেছে তদন্ত কেন্দ্রের পুলিশ। ১০ মে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল ভোমরিয়াঘোনার পেটান আলীর পুত্র গিয়াস উদ্দীন, মমতাজ আহমদের পুত্র আক্তার, ইসলামপুরের আবদু শুক্কুরের পুত্র জসিম উদ্দীন, ইসলামাবাদ গজালিয়ার হোছনের পুত্র মোহাম্মদ গিয়াস উদ্দীন, আবদুল্লাহর পুত্র আলহাজ¦ আহমদ, কবির আহমদের পুত্র ফরিদুল আলম। পুলিশ সূত্রে জানা যায়, তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খায়রুজ্জামানের নির্দেশে এএসআই আহসান মোর্শেদ ও আবুল কাশেম সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করে। ইনচার্জ মোঃ খায়রুজ্জামান জানান, গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৬ আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। একই দিন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।