সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার প্রাক্তন ছাত্র মিলনমেলা আগামী ১২ মে জুমাবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত রয়েছেন হাশেমিয়া কামিল মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ার হাদী, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর মহাপরিচালক আলহাজ্ব এম এম. সিরাজুল ইসলাম, কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা এম আজিজুল হক। এছাড়া বিভিন্ন স্থরের শিক্ষাবিদরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এতে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক মাওলানা নজরুল ইসলাম ও সদস্যসচিব অধ্যাপক ছৈয়দ নূর।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল প্রাক্তনদের মিলনমেলার দিন ধার্য্য ছিল। অনুষ্ঠানের আগের রাতে প্রশাসনিক বাঁধায় তা বন্ধ হয়ে যায়। মিলনমেলা উপলক্ষে আকর্ষণীয় ম্যাগাজিন প্রকাশ করেছে প্রাক্তন ছাত্র পরিষদ। অনুষ্ঠানে দেয়া হবে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা।