শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:
কক্সবাজার শহর থেকে দিন দুপুরে নূরানী মাদ্রাসার এক ছাত্রকে অপহরণ পূর্বক তুলে নিয়ে পাচারের সময় উদ্ধার করে পুলিশে দিয়েছে জনতা। ৯ মে মঙ্গলবার ঘটে চাঞ্চল্যকর এ ঘটনাটি। জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। উদ্ধার হওয়া শিশু কক্সবাজার শহরের ১নং ওয়ার্ডের কুতুবদিয়া পাড়ার টমটম চালক জালাল উদ্দীনের পুত্র ওয়াহিদ হোসেন রিফাত (৮) বলে জানা গেছে। সে ফদনার ডেইল নূরানী মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র।
অপহৃত শিশুটির পিতা জামাল উদ্দীন জানান, রিফাত ঐদিন সকাল ১১টায় হলিডে মোড় এলাকায় মাদ্রাসার এক হুজুরকে খুঁজতে যায়। এসময় অপহরণকারী দলের ৩ সদস্য তাকে চকলেট ধরিয়ে দিয়ে হাত-মুখ চেপে ধরে টমটমযোগে ঈদগাঁওর দিকে নিয়ে আসে। বিকাল সাড়ে ৩টার দিকে পানিরছড়া এলাকায় পৌছলে মহাসড়কে দাড়িয়ে থাকা একটি পুলিশের গাড়ী দেখে শিশু রিফাতকে ফেলে পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে ঈদগাঁও পুলিশকে খবর দিলে এসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে। পরে অপহৃত শিশু রিফাতের নিকট থেকে তার বাবার নাম্বার নিয়ে যোগাযোগ করলে তদন্ত কেন্দ্রে চলে আসে পরিবারের সদস্যরা। এ রিপোর্ট লিখা পর্যন্ত পরিবারের কাছে তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।
এ ব্যাপারে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খায়রুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন বলে জানান।