মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :
বান্দরবানের লামা উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৫ কেজি ঝাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার খিনওয়ান নু মঙ্গলবার সকালে উপজেলা শহরের মাছ বাজারে অভিযান পরিচালনা করে এ ঝাটকা ইলিশ জব্দ করেন। এ সময় মৎস্য দপ্তরের উদ্যোগে ঝাটকা ইলিশ মাছ ক্রয়-বিক্রয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ পারভেজ রাজুসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ পারভেজ রাজু বলেন, জব্দকৃত ঝাটকা ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও শিশু সদনসমূহে বিতরণ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।