মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে স্থানীয় টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ শাহী নেওয়াজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভুইয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আবু তৈয়ব বিশেষ অতিথি ছিলেন। সভা শেষে প্রধান অতিথি বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুক্ত, ভাষা ও সাহিত্য, গণিত ও কম্পিউটার, বিজ্ঞান, কেরাত, হামদ/নাত, বাংলা রচনা, কবিতা আবৃত্তি, বিতর্ক, দেশাত্বকবোধক গান, রবীন্দ্র, নজরুল, লোক সঙ্গীত, জারী গান, তাৎক্ষনিক অভিনয়, নৃত্য (উচ্চঙ্গ), লোক নৃত্য প্রতিযোগিতায় বিজয়ী ও শ্রেষ্ঠ শিক্ষার্থীর (কলেজ, বিদ্যালয় ও মাদ্রাসা) মাঝে পুরস্কার সনদপত্র বিতরণ করেন। এরপর অনুষ্ঠিত হয় উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ/২০১৭। এ উপলক্ষে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহানারা বেগম শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, লাইনঝিরি মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহাম্মদ ইব্রাহীম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, চাম্বি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মঞ্জুর রহমান শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বুধি রঞ্জন বড়–য়া শ্রেষ্ঠ গার্লস গাইড, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী নিপা বেগম শ্রেষ্ঠ গার্লস গাইড, গজালিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র মো. হাফিজুল ইসলাম শ্রেষ্ঠ স্কাউট ও লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ গার্লস গাইড গ্রুপ নির্বাচিত হয়।