সিবিএন:
অবশেষে চকরিয়ার উপজেলার দরবেশকাটার শীর্ষ সন্ত্রাসী টাইগার সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৯ মে ভোর সকালে চকরিয়া উপজেলার পশ্চিমবড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকায় স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করে চকরিয়া থানা পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যার চেষ্টা, লুটপাটসহ একাধিক মামলা রয়েছে।ইতিপূৃবে সালাহ উদ্দিনকে গোপ্তারে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছিল।
জানা গেছে, সাম্প্রতিক বিতর্কিত কর্মকান্ড নিয়ে পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার হয়ে আসছিল। তাকে গ্রেপ্তারে স্থানীয় সাধারণ জনতা খুশি হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, সন্ত্রাসী টাইগার সালাহ উদ্দিনের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।