শাহেদ মিজান, সিবিএন:
বাংলাদেশে অবস্থান করা নতুন আসা ৫ হাজার রোহিঙ্গাকে খাদ্য সামগ্রী বিতরণ করছে আন্তর্জাতিক বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রিসেন্ট সোসাইটি। গতকাল ৮ মে বিশ্ব রেডক্রিসেন্ট দিবসকে সামনে রেখে এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী শুরু হয়েছে। সোমবার উখিয়ার কুতুপাল রোহিঙ্গা ক্যাম্পের ৬০০ রোহিঙ্গাকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ টায় এই কর্মসূচী শুরু হয়। পাঁচ মাস ধরে ওইসব পরিবার এই সহযোগিতা পাবে। প্রাথমিক পর্যায়ে আগামীকাল পর্যন্ত তিনদিন সামগ্রী বিতরণ করা হবে।
সোমবার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহামদ চৌধুরী, কক্সবাজার রেডক্রিসেন্টর ভাইস চেয়ারম্যান নূরুল আবছার, সেক্রেটারি আবু হেনা মোস্তফা কামাল। আরো উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল ফেড়ারেশন অফ ক্রস এ্যান্ড রেড় ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশ প্রধান আজমত উল্যা এবং বাংলদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক নাজমুল আজম খান।
রেডক্রিসেন্ট সূত্র মতে, উখিয়া উপজেলা অবস্থানরত নির্ধারিত পাঁচ হাজার পরিবারের মধ্যে প্রতিটি পরিবারকে ছয় প্রকার খাদ্য সহায়তা দেয়া হবে। তার মধ্যে রয়েছে ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেটি চিনি, ১ কেজি লবণ ও ২ কেজি সুজি। পাশাপাশি একটি পরিবারকে একটি করে মশারী এবং একটি হাইজিন পার্সেল প্রদান করা হচ্ছে।

খাদ্য সামগ্রী বিতরণকালে ইন্টারন্যাশনাল ফেড়ারেশন অফ ক্রস এ্যান্ড রেড় ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশ প্রধান আজমত উল্যা বলেন, ‘রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সর্বত্র কাজ করে যাচ্ছে। একইভাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সমগ্র বাংলাদেশে সক্রিয়ভাবে কর্মরত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই বিশেষ দিনে মায়ানমার থেকে আসা বিপদাপন্ন পাঁচ হাজার রোহিঙ্গা পরিবারকে খাদ্য সামগ্রী ও মানবিক সহায়তা বিতরণ করা হচ্ছে।’
বাংলদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক নাজমুল আজম খান বলেন, ‘আর্ত-মানবতায় সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে সহায়তার আবেদন জানানো হয়। এরই প্রেক্ষিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার জেলায় মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে।’