খালেদ হোসেন টাপু,রামু :
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়ায় হাতির আক্রমণে মরিয়ম খাতুন (৫৫) নামের এক মহিলার করুন হয়েছে। এ হামলায় আহত হয় নাতি রায়হাদ উদ্দিন (৫)। সে বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী বরাতে জানা গেছে, রোববার আনুমানিক রাত ২ টার দিকে খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া পালং টাইংগা কাটা এলাকার কৃষক মোহাম্মদ হোসেনের স্ত্রী মরিয়ম খাতুন ও তার নাতি রায়হান উদ্দিনকে নিয়ে বাড়ির পাশে খামার বাড়িতে মাড়াইয়ের জন্য কেটে রাখা ধান পাহারা দিচ্ছিল । এসময় হাতির আক্রমণে মরিয়ম প্রাণ হারালেও প্রাণে রক্ষা প্রান নাতি রায়হান। তবে সে গুরুত্বর আহত হন। বর্তমানে রায়হান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে গোয়ালিয়া পালং টাইংগা কাটা বটতলি জামে মসিজদের মাঠে নিহতের নামাজা জানাযা অনুষ্ঠিত হয়।