হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
সরকার জন্ম বা মৃত্যুর নিবন্ধন ও সনদের জন্য নতুন ফি নির্ধারণ করেছে বলে জানা গেছে। নির্ধারিত নতুন ফি ১ মে থেকে কার্যকর করা হয়েছে বলে স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেলের কার্যালয় থেকে জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জানা যায় এখন থেকে জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যুর নিবন্ধন বিনা ফিসে, জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর হতে ৫ বছর পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যুর নিবন্ধন ১০০ টাকা, জন্ম বা মৃত্যুর ৫ বছর পর হতে ১০ বছর পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যুর নিবন্ধন ২০০ টাকা, জন্ম বা মৃত্যুর ১০ বছর পর কোন ব্যক্তির জন্ম বা মৃত্যুর নিবন্ধন ৫০০ টাকা।

তাছাড়া তথ্য সংশোধনের জন্য আবেদন ফি ৫০০ টাকা, বাংলা ও ইংরেজী উভয় ভাষায় মুল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহ ১০০ টাকা, বাংলা ও ইংরেজী উভয় ভাষায় সনদের সরবরাহ ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।