সদ্য প্রকাশিত ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার কে.জি স্কুল থেকে জিপিএ-৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে নিলাঞ্জনা বড়ুয়া অথৈ। এই কৃতিত্বের জন্য সর্ব প্রথম পরম করুণাময় এবং একই সাথে স্কুল শিক্ষক-শিক্ষিকাদের শ্রেষ্ঠ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সে ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। সে বর্তমানে কক্সবাজার সরকারি বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠশ্রেণীতে অধ্যায়নরত রয়েছে। তার পিতা নীলু কুমার বড়ুয়া শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অফিসে কর্মরত এবং মাতা সুজাতা বড়ুয়া কক্সবাজার কে.জি স্কুলের একজন সহকারী শিক্ষিকা। ধারাবাহিকভাবে আগামীতেও যেন একই ফলাফল বজায় রাখতে পারে তার জন্য সকলের কাছ থেকে সে দোয়া এবং আর্শীবাদ প্রার্থী।
নিলাঞ্জনা বড়ুয়া অথৈ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
