কক্সবাজার জেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্টান আদর্শ মহিলা কামিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগের ছাত্রী নাজমা খানম দাখিল পরিক্ষায় অংশগ্রহন করে বরাবরের মত এবারও A+ পেয়েছে। উল্লেখ্য নাজমা খানম PSC JDC তেও A+ পেয়ে ছিল। নাজমা খানম রামু কাউয়ার খোপ ইউনিয়নের জনাব মাষ্টার ইছা সাহেব ও মুজিবুন্নাহারের মেয়ে। নাজমা খানম এই সফলতার জন্য মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, মাতা পিতা ও ভাইবোনের কৃতজ্ঞতা প্রকাশ করেন। নাজমা খানম ভবিস্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজের সেবা করতে আগ্রহী এবং সকলের দোয়া কামনা করেন।
বরাবরের মত এবার ও A+ পেল নাজমা খানম
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে