এম.জিয়াবুল হক, চকরিয়া:
চকরিয়া উপজেলা ও পৌরসভা এলাকার প্রায় ৫ লাখ জনগনের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে এবার সাতটি মেগাউন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়নে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অনেক গুলো উন্নয়ন প্রকল্পের কাজের উদ্ভোধন অনুষ্ঠানে অংশ নিতে কক্সবাজার আসেন। এসময় মেয়র আলমগীর চৌধুরী চকরিয়াবাসির পক্ষ থেকে সাতটি মেগাউন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সাইফুজ্জামান শেখরের হাতে আবেদনপত্র তুলে দিয়েছেন। আবেদনপত্র গ্রহনের পর প্রধানমন্ত্রীর পিএস সাইফুজ্জামান শেখর বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবগত করে সহসা এব্যাপারে প্রদক্ষেপ নেয়ার আশ^াস দিয়েছেন। অপরদিকে জনসভা চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেছনে দাড়িঁয়ে আবেদনের বিষয়ে অবগত করেন মেয়র আলমগীর চৌধুরী।
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৫লাখ জনগনের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রা নিশ্চিতে সাতটি মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানানো হয়েছে। প্রকল্প গুলো হচ্ছে (১) মাতামহুরী নদীর ভাঙন রোধকল্পে টেকসই ব্লক স্থাপন, শহর রক্ষা বাধঁ নির্মাণ ও নদীর ড্রেজিং কাজ। প্রকল্পের অবস্থান পৌরসভার ৯ নং ওয়ার্ডের ১নং গাইড বাধ থেকে মাতামুহুরি ব্রীজ হয়ে করাইঘোনা পর্যন্ত। (২) জনগনের মাঝে নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিতে চকরিয়া উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতি করা। (৩) চকরিয়া শহরের যানজট নিরশনে চকরিয়া পৌরসদরের চিরিংগা স্টেশন থেকে ভাঙ্গারমুখ পর্যন্ত চকরিয়া -কক্সবাজার মহাসড়কে ফ্লাইওভার নির্মান করা। (৪) উপজেলার পশ্চিমে চারটি ইউনিয়নের অন্তত ৫০ হাজার জনগনের অবাধ চলাচল নিশ্চিতে পৌরসভার তরছঘাটা থেকে পূর্ব বড় ভেওলা অংশে মাতামুহুরি নদীর উপর বেইলী ব্রীজ নির্মান করা। (৫) চকরিয়া উপজেলার লক্ষাধিক কৃষকের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে একটি আধুনিকমানের হিমাগার স্থাপন করা। (৬) চকরিয়া উপজেলার লক্ষাধিক লবণ চাষীর জীবনমান উন্নয়নে লবণ উৎপাদন এলাকায় বিসিক শিল্প এলাকা তৈরী করা। (৭) ইতোমধ্যে মাতামুহুরি নদীর চিরিঙ্গা ব্রিজটি নতুনভাবে নির্মাণে একনেকে অনুমোদন হয়েছে। অবিলম্বে ব্রিজটি নির্মাণের মাধ্যমে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ঝুঁিকমুক্ত চলাচল নিশ্চিত করা।
মেয়র আলমগীর চৌধুরী বলেন, আবেদনের প্রেক্ষিতে সাতটি মেগা উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে আগামী কয়েকবছরের মধ্যে সম্ভাবনার চকরিয়া উপজেলা বদলে যাবে নতুনরূপে। এতে ৫লাখ জনগনের জীবনমান উন্নয়নের পাশাপাশি দৃশ্যমান অগ্রগতি হবে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।