প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি কক্সবাজারের ব্যবস্থাপনায় শুরু হয়েছে সাতদিন ব্যাপী উচ্চাঙ্গ নৃত্য কর্মশালা। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন নাট্যজন তাপস রক্ষিত।

জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যগুরু কাজী রাকিবুল হক, মনিকা বড়ুয়া, ি তবলাবাদক মোঃ লিয়াকত হোসেন, নৃত্য প্রশিক্ষক সুদীপ্তা চক্রবর্তী।

কক্সবাজারের ৫৫জন নৃত্যশিল্পীর অংশগ্রহণে কর্মশালা পরিচালনা করছেন দেশ বরেণ্য নৃত্যশিল্পী কাজী রাকিবুল হক। আগামী ১১মে পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা হতে ৭টা পর্যন্ত কর্মশালা চলবে।