মোহাম্মদ হোসেন, হাটহাজারী
দিন দুপুরের জনসাধারনের সম্মুখে এক মহিলার কাছ থেকে টাকা, স্বর্ণ, মোবাইল ছিনিয়ে নিতে গিয়ে জনতার হাতে ধরা খেয়ে গণধোলাই শিকার হয়েছে মলম পাটির এক সদস্য।
এ সময় পালিয়ে যায় সিন্ডিকেটের আরো ৪ সদস্য।
বৃহস্পতিবার (৪ মে) সকাল ১১টার দিকে হাটহাজারী পৌর বাসস্টেশন ছিদ্দিক মাকেট পশ্চিম পাশে ঘটে এ ঘটনা।
স্থানীয় সুত্রে জানা যায়,একটি মলম পাটির চক্র সিএনজি অটো-রিকসা থেকে এক মহিলা রাস্তায় দিয়ে ছিদ্দিক মার্কেট যাওয়ার পথে উৎপেতে থাকায় ৫জন মলম পাটি সদস্য ওই মহিলাকে কৌশলে প্রথমে গাড়িতে তোলার চেষ্টা করে। পথে লোকজনের চলাফেরার কারনে তাকে গাড়িতে তুলে নিতে ব্যর্থ হয়। পরে রাস্তার পাশে মহিলাটিকে নিয়ে কৌশলে তার কাছ থেকে প্রথমে মোবাইল সেট ও পরে টাকা স্বর্ণ নেওয়ার সময় কয়েকজন যুবক তাদেরকে সন্দেহ করেন। পরে তাকে ধরে ফেলে গণধোলাই দেয়। এ সময় গাড়িতে থাকা অপর ৪ মলম পাটির সদস্য কৌশলে সিএজি নিয়ে পালিয়ে যায়।
প্রতিদিন এ ভাবে চট্টগ্রাম-হাটহাজারী নাজিরহাট,রাউজান সড়কে সিএনজি অটো-রিকসা করে সড়ক ও মহাসড়কে ছিনতাই করে থাকেন এ সব মলম পাটির সদস্যরা।
হাটহাজারীতে মলম পাটির সদস্যকে গণধোলাই
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।