সৌদী গেজেট থেকে সি,বি,এন পাঠকদের জন্যে অনুবাদ করেছেন ম্যাক্স
কিছুদিন আগে সৌদী আরবের মজলিশে সুরায় ( কন্সালভেটিভে বডি) ব্যাপক রদবদল করা হয় এবং সে সাথে ২৯ নারী সদস্যের নাম ঘোষনা করা হয়। অধিকাংশ নারী সদস্যরা ডক্টরেট, পি,এইচ, ডি ডিগ্রী ধারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ন পদে অধিষ্ঠিত। এরা সবাই সমাজের মর্যাদাসম্পন্ন উচ্চ আসনে প্রতিষ্ঠিত ।
রয়াল ডিক্রি জারির মাধ্যমে লীনা আল মীনা কে সর্বকনিষ্ঠ সদস্যা হিসেবে নাম ঘোষনা করা হয়, যিনি জেদ্দার মেয়েদের ক্রীড়ার ব্যপারে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে এসেছেন। তাছাড়া সৌদী আরবরে রাজনৈতিক ইতিহাসের সর্বোচ্চ পদধারী ওয়াশিংটন ডিসিতে কর্মরত ডিপ্লোম্যাট মদি আল খালাফ কেও সদস্যা হিসেবে সম্মানিত করা হয়। সৌদী লেখিকা ও সাংবাদিক কাইছার আল আরবাশ ও রয়েছেন মজলিসে শুরার সদস্যা হিসেবে।
নিম্নে কয়েকজনের পরিচয় সহ শিক্ষাগত যোগ্যতা তুলে ধরা হল।

১ ড: আহলাম মুহাম্মদ আল হাকমি
জাজান বিশ্ববিদ্যালয়ের ডীন এবং তাত্ত্বিক মতবাদের একজন বিশেষজ্ঞ।
২ ড: আসমা সালেহ আল জাহরানি
আরবি ভাষা বিশেষজ্ঞ, দর্শনের উপর স্পেশালিষ্ট এবং একাডেমিক স্কলার।
৩ ড: ইকবাল জাইন আল আবেদিন দারানদারি
একজন উঁচুমানের পরিসংখ্যানবিদ ও গবেষক।
৪ ড: আমাল সালামা আল সাহামান
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে
অধ্যাপনার উপরে পি,এইচ ডি ধারী এবং ২০১৩ সাল থেকে মজলিসের সদস্যা।
৫ ড: জওহার নাসের আল ইয়ামি
মক্কার উম উল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রিধারী এবং একাডেমিক স্কলার।
৬ জাওহারা নাসের ইয়ামি
বিজনেস এডমিনিস্ট্রেশনে গ্রেজুয়েশন করা, কিং সাউদ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স।
৭ ড: হামিদা মাকবুল আল জাওফি
রিয়াদের প্রিন্সেস নুরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট, তিনি বলেন, আমাকে মনোনয়নের মাধ্যমেই সৌদী নারীদের প্রতি আস্থার প্রমাণ।
৮ ড: হানান আব্দুর রাহমান আল আহমাদ
সৌদী আরবের লোক প্রশাসনের, স্বাস্থ্য অধিদপ্তরের একজন সহকারী অধ্যাপিকা।
৯ রায়িদা আব্দুল্লাহ আবু নায়ান
কিং সাউদ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা এবং একই বিশ্ববিদ্যালয়ের একজন ফেকাল্টির সদস্য।

১০ ড: জয়নাব আবু তালেব
বর্তমানে একজন শুরা সদস্য এবং কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের ফেকাল্টি মেম্বার।
১১ ড: সামিয়া আব্দুল্লাহ বাখারী
ইসলামী দর্শনের উপরে বিশেষজ্ঞ আল কুরা বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপরে স্নাতক ডিগ্রী অর্জনকারী।
১২ ড: সুলতানাহ আবদুল মুসলেহ আল বিদয়ী।
শিক্ষাবিদ, নুরা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যের অধ্যাপনা বিষয়ে ডক্টরেট।
১৩ ড: আলিয়া মুহাম্মদ আল দাহলাওয়ী
মাইক্রো বাইওলজির ( জীবাণু বিজ্ঞান) উপর একজন গবেষক এবং লন্ডনের কিং কলেজ থেকে পি, এইচ, ডি করা।
১৪ ড: ফাতিমা আল সেহরি
রিয়াদে কর্মরত একজন মেডিকাল ডাক্তার।
১৫ ড: ফারদাউস সাউদ আল সালেহ
পারমানবিক পদার্থের একজন ডক্টরেট।

শহীদ জননী, কাউসার আল আরবাস, যার সন্তান দাম্মামে আই এস এর আক্রমণে শহীদ হন,