আমান উল্লাহ আমান, টেকনাফ:
টেকনাফে দিল মোহাম্মদ নামে এক বন্দর শ্রমিক অপহরনের শিকার হয়েছে। প্রায় আড়াই ঘন্টা পর গহীন পাহাড় থেকে হাত, মুখ ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে। সে টেকনাফ পৌরসভার উত্তর নাইট্যং পাড়ার মনু মিয়ার পুত্র। ৪ মে বিকালে অপহরনের এ ঘটনা ঘটে।
অপহৃতের স্ত্রী বিলকিছ বেগম জানান, বন্দরে কাজ না থাকায় তার স্বামী বাড়ীর জন্য কাঠ সংগ্রহ করতে দুপুর ২ টার দিকে পার্শ্ববর্তী পাহাড়ে যায়। বিকাল ৪টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি তার স্বামীর মোবাইল থেকে কল দিয়ে ‘তোর স্বামী পাহাড়ে শুয়ে আছে, নিয়ে যাও’ বলে মোবাইল বন্ধ করে রাখে।
দিল মোহাম্মদ পেশায় একজন বন্দর শ্রমিক বলে জানা গেছে।
এদিকে দিল মোহাম্মদের আত্মীয় স্বজন ও এলাকাবাসীরা পাহাড়ে দল বেঁেধ খুঁজাখোঁজির এক পর্যায়ে হাত মুখ বাঁধা ও অজ্ঞান অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গহীন পাহাড় থেকে উদ্ধার করেছে। তাকে টেকনাফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রাত সাড়ে ৮ টায় এরিপোর্ট লেখা পর্যন্তÍ তার জ্ঞান ফিরেনি।
স্থানীয় মেম্বার নজির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং টেকনাফ মডেল থানায় বিষয়টি অবগত করা হয়েছে ।