শেফাইল উদ্দিন, ঈদগাঁও
বৃহত্তর ঈদগাঁওর স্বনামধন্য শিক্ষক ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অব. প্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সলিম উল্লাহ সেলিম স্যারের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। ৪ মে বিকাল ২টায় তাঁর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব হযরত মাও. হাফেজ জহিরুল ইসলাম। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। জানাযা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মরহুমের স্মৃতিচারণমূলক বক্তব্য দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে. ক. (অব.) ফোরকান আহমদ, রামু-কক্সবাজারের সাবেক সাংসদ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মৎস্য বিষয়ক সম্পাদক শিল্পপতি লুৎফুর রহমান কাজল, কেন্দ্রীয় জামে মসজিদ খতিব হযরত মাও. হাফেজ জহিরুল ইসলাম, মরহুমের জামাতা কাজী বেলাল আজাদ, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের পক্ষে তারিকুল হাসান তারিক প্রমুখ। স্মৃতিচারণকালে বক্তারা সফল এ প্রধান শিক্ষকের নানা গুণ কীর্তন করে বলেন, মরহুম সলিম স্যার একজন সৎ, আদর্শবান এবং স্বনামধন্য শিক্ষক ছিলেন। তিনি সাহসী ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছিলেন। তাঁর মেয়াদকালে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শত শত জ্ঞানী-গুণীর জন্ম হয়েছিল। যারা বর্তমানে দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত হয়ে দেশ ও জাতির সেবায় নিরলস ভূমিকা রাখছেন। বাদে আসর রামুর রশিদ নগর মাছুয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে তাঁর দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে এ খ্যাতনামা গুণী শিক্ষাগুরুর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঈদগাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্র পরিষদ ৯০ ব্যাচের সভাপতি বাজার ব্যবসায়ী নেতা মফিজুর রহমান মফিজ, সিনিয়র সহ-সভাপতি আমেরিকা প্রবাসী আজিজুল হক, সহ-সভাপতি জাহেদুল হক ফরাজী, সহ-সভাপতি রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, সহ-সভাপতি ব্যবসায়ী আবদুল মোনাফ, সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মমতাজুল হক, সহ-সাধারণ সম্পাদক মিল্টন পাল, সাংগঠনিক সম্পাদক চন্দন পাল বাবু, সহ- সাংগঠনিক সম্পাদক নুরুর রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শেফাইল উদ্দীন, অর্থ সম্পাদক মহিউদ্দীন, সহ- অর্থ সম্পাদক নুরুল আজিম, দপ্তর সম্পদক আবদুল করিম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নুরুল কবির, শফিউল আলম, ছুরত আলম, শহিদ উল্লাহ, নুরুল হুদা, ছৈয়দ আকবর, নবী হোসেন প্রমুখ।