সংবাদদাতা, উখিয়া:
পালংখালী ইয়ং পাওয়ার সোসাইটিরর প্রথম বর্ষপূর্তি পালন করা হয়েছে। গত ১মে বিকাল ৪ টার দিকে উত্তর পালংখালী জামে মসজিদে খতমে কুরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে বর্ষপূতি অনুষ্ঠান অনুষ্টিত হয়। অনুষ্টানের অংশ হিসাবে মাগরিবের নামাজের পর দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উত্তর পালংখালী জামে মসজিদের ইমাম মৌ: হাফেজ মো: তৈয়ব । রাত ১১ঘটিকার সময় কেক কাটার মধ্যদিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি বশির আলম বলেন, আমরা কেবল যাত্রা শুরু করেছি আল্লাহ আমাদেরকে একটি বছর সুন্দর ভাবে পার করার তাওফিক দিয়েছেন এই যাত্রা যেন অব্যাহত থাকে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে আমারা যেন সামাজিক কর্মকান্ডে জডিত হতে পারি সে লক্ষ নিয়ে আরও কাজ করতে হবে । এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি সরওয়ার আলম ফয়সাল, সাধারণ সম্পাদক ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক সাইদুল মোঃ বশির (সাদ্দাম), অর্থ সম্পাদক হামিমুল ইসলাম, অত্র সমিতির সদস্য মাষ্টার মোক্তার আহমেদ, শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী আল ফয়সাল, সাইফুল ইসলাম ছাবের, মোহাম্মদ মিজান, মোঃ শাকিল, গফুর উদ্দিন রুবেল, ইব্রাহীম আজাদ, নুরুল হক, আব্দুল আজিজ, জয়নাল আবেদীন, কাইছার হামিদ ছোটন প্রমূখ।
পালংখালী ইয়ং পাওয়ার সোসাইটির বর্ষপূতি পালন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে