জাহাঙ্গীর আলম, ইনানী, উখিয়া:

ইনানী উপকূলে অবৈধ ভাবে গড়ে উঠা চৌধুরী রিসোর্ট সহ আরো ২৫টি স্থাপনা উচ্ছেদ করেছে কক্সবাজার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাঈন উদ্দিন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সোনারপাড়া ঘাটঘর এলাকা থেকে প্রশাসন উচ্ছেদ অভিযান শুরু করে ইনানী পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত রাখে। উখিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নুরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে সামনে রেখে ইনানীর পর্যটন পরিবেশ অক্ষুন্ন রাখতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। উচ্ছেদ অভিযানে র‌্যাব, পুলিশ, বিজিবি ও বনকর্মীরা অংশগ্রহণ করেছেন।