বার্তা পরিবেশক :
আগামী ৬ মে, ২০১৭ ইং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার হতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক উদ্বোধনের জন্য আগমন করবেন। এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ১০ তলা বিশিষ্ট অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করার সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন। এ জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে, কক্সবাজারকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার জন্য জাতীয় সংসদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১৫ অনুমোদন করে। মাননীয় স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ সভায় ৬ই জুলাই ২০১৫ সালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি সংসদ কর্তৃক পাশ হয় এবং এতে বলা হয় যে, সুপারিশকৃত আইনটি মাস্টার প্ল্যান বাস্তবায়ন এবং চলমান অবকাঠামোগুলোকে নিয়ন্ত্রণ করে কক্সবাজারকে পযর্টন নগরী হিসেবে গড়ে উঠাকে নিশ্চিত করবে। ১৩ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গেজেট হিসেবে বিলটি স্বাক্ষর করেন। ১১ আগস্ট কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর প্রথম চেয়ারম্যান নিয়োগ হয় এবং তিনি ১৪ আগস্ট তার পদে আসীন হন। আনুষ্ঠানিকভাবে ১৭ আগস্ট ২০১৭ খ্রি: গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সচিব মহোদয় জেলা প্রশাসন কার্যালয়, কক্সবাজারে ‘‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ’’ এর দায়িত্ব অর্পন করেন। তৎ সময় থেকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ স্বতন্ত্রভাবে কক্সবাজারের আধুনিক ও পরিকল্পিত নগরায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।