চবি সংবাদদাতা:
৪ মে ২০১৭ তারিখ বেলা ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান চ.বি. সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ.বি. উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং কলা ও মানববিদ্যা অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ।

উপাচার্য তাঁর ভাষণে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অনিন্দ্য সুন্দর ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি বলেন, জ্ঞান-বিজ্ঞানের মৌলিক নির্যাস হচ্ছে দর্শন। তিনি আরও বলেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামীদিনে বিশ্ব সভায় বাংলাদেশকে উপস্থাপন করবে ভিন্ন উচ্চতায়। এ লক্ষ্যে মাননীয় উপাচার্য নবাগতদের সকল প্রকার অশুভ শক্তিকে নিধন করে সত্য, সুন্দর, কল্যাণ ও আনন্দকে ধারণ করার আহবান জানান। তিনি বিদায়ীদের সফল কর্মময় জীবন প্রত্যাশা করেন। পরে মাননীয় উপাচার্য বিদায়ী শিক্ষার্থীবৃন্দ কর্তৃক প্রকাশিত ‘বিদায়ী স্মারক’ উন্মোচন করেন।

উপ-উপাচার্য তাঁর ভাষণে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, এ তরণরাই দেশ ও জাতির আগামীদিনের পথ প্রদর্শক। কাজেই তাদেরকে মানবিক মূল্যবোধ সমৃদ্ধ আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠতে হবে।

চ.বি. দর্শন বিভাগের সভাপতি প্রফেসর ড. এ এইচ এম আবু বকর-এর সভাপতিত্বে এবং উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক জনাব মাছুম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রফেসর ড. মোজাফ্ফর আহমদ চৌধুরী, প্রফেসর ড. এম শফিকুল আলম, প্রফেসর মনসুর উদ্দিন আহমদ, প্রফেসর ড. নূসরাত জাহান কাজল, প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান এবং স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক জনাব মিজানুর রহমান ।
নবীনদের পক্ষে স্বরূপ দাস দীপ্ত এবং বিদায়ীদের পক্ষে আহসান উল্লাহ রাফি ও ইমতিছার বিন ইসমাইল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নবীনদের পক্ষে আল ইমরান এবং বিদায়ীদের পক্ষে সৈয়দা নাজমুন নাহার মানপত্র পাঠ করেন। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাসুম বিল্লাহ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের শিক্ষার্থী সৈয়দা নাজমুন নাহার, পিংকি চক্রবর্তী, তানজিলা তাসনিম, নুর-ই আলম ও জুবায়ের হোসাইন জুনায়েদ।