এম নুরুদ্দোজা, চকরিয়া:
একটি রাষ্ট্রকে সমৃদ্ধশালী ও উন্নত দেশ গঠনে বড় সহায়ক ধরণের কাজ করছে তথ্য প্রযুক্তি। বিশ্বায়নের যুগে দেশকে উন্নত পর্যায়ে নিতে হলে তথ্য প্রযুক্তির বিকল্প ছাড়া কোন দিন সম্ভব নয়। স্বাস্থ্য সেবা থেকে শুরু করে সকল বিষয়ে মানুষের দুরগোড়ায় সহজলভ্য ভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে পৌছানো হচ্ছে সেবা।ভোটার কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন,সার্টিফিকেটসহ নানা প্রয়োজনীয় কাগজপত্রাদী প্রতিটি ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্র গুলি কাজের মাধ্যমে বহুদুর এগিয়ে গেছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে সরকারের যে মহাপরিকল্পনা তা স্বপ্নের ডিজিটাল বাস্তবায়নে রূপান্তরিত হবে। ২০২১সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্রমুক্ত,তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে সকলকে আরো বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানান।
৩মে বুধবার সকাল ১০টার উপজেলার চিরিংগা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার পরির্শনে মতবিনময় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ উপসচিব রিয়াসাত আল ওয়াসিম প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে এসময় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা র্নিবাহী কর্মকর্তা মোঃ সাহেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দিদারুল আলম। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: জসিম উদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাগণ।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন চিরিংগা ইউপি সচিব ছুরত আলম, ডিজিটাল সেন্টারের পরিচালক এম ডি আরিফুল ইসলাম, মহিলা উদ্যোক্তা রোজিনা আক্তার, শাকিল, গ্রাম পুলিশগণসহ প্রশিক্ষনার্থী ছাত্র-ছাত্রীবৃন্দ।
সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে বিশ্বায়নের যুগে তথ্য প্রযুক্তির বিকল্প নেই
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
