সংবাদদাতা:
দৈনিক হিমছড়ির ঈদগাঁও প্রতিনিধি এইচ এন আলম কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বটতলী স্টেশনে সড়ক দূর্ঘটনায় গুরুতর অাহত হয়েছেন।
৩ মে বিকাল ৫টার দিকে মোটর সাইকেলযোগে ঈদগাঁও ফেরার পথে দূর্ঘটনার শিকার হন।
স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা সাংবাদিক আলমকে উদ্ধার করে চকরিয়া উপজেলার মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করান।
কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মোটর সাইকেল দূর্ঘটনায় আহত সাংবাদিক আলমের ডান পা’য়ের হাটুর জয়েন্ট এবং পায়ের কবজির নীচে হাড় দ্বিখন্ডিত হয়েছে। তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। মূল চিকিৎসক আসার পর তার পায়ে অপারেশনের মাধ্যমে ভেঙ্গে যাওয়া হাড় জোড়া লাগানোর কাজ করা হবে।
এদিকে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক এইচএন আলমকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় দেখতে গিয়ে চিকিৎসার সার্বিক খোজ খবর নিয়েছেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ। তিনি চিকিৎসকের সাথে আলমের চিকিৎসার বিষয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি জহিরুল আলম সাগর, ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি আবদুল বারেক টিপু, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন বাপ্পীসহ স্থানীয় নেতৃবৃন্দরা। অপরদিকে দূর্ঘটনায় আহত সাংবাদিক আলমের পরিবার তাঁহার দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
দৈনিক হিমছড়ির ঈদগাঁও প্রতিনিধি এইচ এন আলম সড়ক দূর্ঘটনায় অাহত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
