বিশেষ সংবাদদাতা:
কক্সবাজার শহরের কস্তুরাঘাট পয়েন্ট সংলগ্ন বাঁকখালীর প্যারাবন নিধনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর টীম। বুধবার বিকালে অভিযান চালানো হয়।
এ সময় প্যারাবন নিধন ও মাটি কর্তনকালে ৫ শ্রমিককে আটক করা হলেও তাদের ছিনিয়ে নেয় দখলবাজচক্র।
অভিযানকারী পরিবেশ অধিদপ্তর কক্সবাজার এর সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম জানান, পরিবেশ লঙ্গন করে প্যারাবন নিধন ও মাটি কাটার অভিযোগে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ৫ শ্রমিক আটক করা হয়। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে তারা অতর্কিত আমাদের উপর ঝাপিয়ে পড়ে ধৃতদের ছিনিয়ে নেয়। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
এদিকে অভিযোগ উঠেছে, আব্দুল খালেক নামক স্থানীয় এক চিহ্নিত ভূমিগ্রাসী দীর্ঘদিন ধরে এ এলাকার সরকারী সম্পদ জবর দখল ও প্যারাবন নিধনযজ্ঞে লিপ্ত।
শুধু তাই নয়, জেলা প্রশাসনের নাকের ডগায় উক্ত ভূমিগ্রাসী ইতোমধ্যে সেখানকার অনেক সরকারী জমি প্লট আকারে বিভিন্নজনের কাছে বিক্রির পাশাপাশি বাড়িভাড়া দিয়ে চলেছেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে মামলা ও অভিযোগ থাকলেও আশ্চর্যজনক বিষয় হচ্ছে, প্রশাসনের কোন কর্তৃপক্ষই তাকে থামাতে পারেনি। বরং দিন দিন তিনি আরো বেপরোয়া হয়ে প্যারাবন কেটে সরকারী জমি ভোগ দখল ও বেচাবিক্রি অব্যাহত রেখেছেন। এ অবস্থায় সচেতনমহলের দাবী, পর্যটন শহর কক্সবাজারের পরিবেশের ভারসাম্য ও সরকারী সম্পদ রক্ষার স্বার্থে তার জবর দখলকৃত সকল সম্পত্তি উদ্ধারপূর্বক দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হোক। অন্যথায় এই ভূমিগ্রাসীর দেখাদেখি সেখানকার সকল প্যারাবন উজাড় ও সরকারী সম্পদ বেহাত তো হবেই, প্রশাসনের দায়িত্ব নিয়েও প্রশ্ন থাকবে।
বাঁকখালীর প্যারাবন নিধন বিরোধী অভিযান, আটক শ্রমিকদের ছিনিয়ে নিল দখলবাজরা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে