আবুল বশর পারভেজ :
অগ্রগতির পথ দেখেছে মহেশখালী উপজেলা মহিলা আওয়ামীলীগ। সদ্য নির্বাচিত জেলা পরিষদ সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী মশরফা জন্নাত এর নেতৃত্বে তৃণমূল থেকে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ মহেশখালীকে গ্রাম থেকে গ্রামে আর ওয়ার্ড় থেকে ওয়ার্ড়ে সংগঠিত করতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাধারন সম্পাদক সেলিনা আকতারের সহযোগিতায় উপজেলা সভাপতি মশরফা জন্নাত।
আগামী ৬ মে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার শুভ আগমনকে সফল স্বার্থক করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে মহেশখালী উপজেলা মহিলা আওয়ামীলীগ।
৩ মে মহেশখালী উপজেলা মহিলা আওয়ামীলীগ উপজেলা সদরের ডাকবাংলোর হল রুমে এক প্রস্তুতি মূলক সভার আয়োজন করে। এ সময় প্রতিটি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যাক তৃণমূল মহিলা আওয়ামীলীগের সদস্য নিয়ে কক্সবাজারের সমাবেশে অংশ গ্রহনের সিন্ধান্ত গ্রহন করে। একারনে প্রতিটি ইউনিয়ন আওয়ামলিীগের সভাপতি সম্পাদক ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন। ঐ দিন ভোরে উপজেলা প্রতিটি ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের সদস্যরা উপজেলা কমিটির পূবে নির্ধারিত স্থানে সমবেত হয়ে কক্সবাজার গমন করবেন।
উপজেলা কমিটির সাধারন সম্পাদক সেলিনা আকতার পরিচালনায় প্রস্তুুতি মূলক সভায় সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ সদস্য মশরফা জন্নাত। উপস্থিত ছিলেন মহেশখালী পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি সুলতানা রাজিয়া রাজু (কাউন্সিলর) েেসক্রেটারী মনিরা আকতার মনি, মাতার বাড়ী মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা কাজল। কালারমারছড়া মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনুয়ারা ছৈয়দ, সাধারন সম্পাদক শাহেদা আকতার, ধলাঘাট ইউনিয়নের সভাপতি মাসুকা আকতার, সাধারন সম্পাদক মিরাজু আকতার, হোয়ানক ইউনিয়নের রশিদা বেগম, বড় মহেশখালী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রোজিনা আকতার, কুতুবজোম ইউনিয়নের সভাপতি রওজা আকতার, সাধারন সম্পাদক খাইরুনেচ্ছা, শাপলাপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা কাজল সাধারন সম্পাদক দিলরুবা খানম দিলু ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খুরশিদা খানম ও পৌর কমিটির সদস্য কনিকা আকতার প্রমুখ।