প্রেস বিজ্ঞপ্তি:

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, কক্সবাজার জেলা ইউনিটের উদ্যোগে ৩৫ তম বিসিএস এর মাধ্যমে যোগদানকৃত ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠান গত ২ মে সন্ধ্যা ৭ টায় কক্সবাজারস্থ হোটেল মিশুকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, কক্সবাজার জেলা ইউনিটের সভাপতি ও কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ৩৫তম বিসিএস এর মাধ্যমে কক্সবাজার সরকারি কলেজ ও কক্সবাজার সরকারি মহিলা কলেজে যোগদানকৃত ১০ জন নবীন কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর জাফর আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে- বিসিএস সাধারণ শিক্ষা সমিতি চট্টগ্রাম জেলা ইউনিটের সভাপতি ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোঃ আবদুল মুবিন, কেন্দ্রিয় কার্য নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক জনাব সুমন বড়–য়া, কক্সবাজার জেলা ইউনিটের সম্পাদক জনাব মফিদুল আলম, চট্টগ্রাম জেলা ইউনিটের সম্পাদক জনাব মোঃ নুরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক জনাব আবুল মনসুর, কক্সবাজার সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জনাব শহীদুল ইসলাম, কক্সবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক জনাব মোঃ অহিদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক জনাব মোঃ হারুন অর-রশীদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিসিএস (সাধারণ শিক্ষা) সমিতি কক্সবাজার জেলা ইউনিটের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কক্সবাজার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক জনাব মুজিবুল আলম।