ডেস্ক নিউজ:
নরওয়ের সাবেক মাছ ব্যবসায়ী জেলে বসেই তেলখাতে বিনিয়োগ করেছেন এবং বিলিয়নিয়ার হয়েছেন। জেলে থেকে বিলিয়নিয়ার হওয়া সেই ব্যক্তি এখন সেই অর্থের সিংহভাগ দান করে দেওয়ার মহৎ ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।
কিজেল ইংজে রোয়েক নামে নরওয়ের ধনকুবের ব্যবসায়ী জেলে থেকেই তেলের ব্যবসায় নেমে অন্তত ২ বিলিয়ন ডলারের (২০০ কোটি ডলার) মালিক বনে গেছেন।
বাংলাদেশি টাকার অঙ্কে ১৬ হাজার ৫১২ কোটির মালিক রোয়েকে অর্থ দান শুরু করছেন একটি সমুদ্র গবেষণা জাহাজকে দিয়ে। এই জাহাজ সমুদ্রে প্লাস্টিক বর্জ অপসারণে কাজ করবে।
পরিবেশবাদী সংস্থা ডব্লিইডব্লিউএফ সমুদ্র গবেষণা জাহাজ পরিচালনায় কাজ করবে। এ কাজের সঙ্গে যুক্ত থাকছেন প্রযুক্তি বিশ্বের তিন ধনকুবের ওয়ারেন বাফেট, বিল গেটস ও মার্ক জুকারবার্গ।
আফটেনপোস্টেন সংবাদপত্রকে দেওয়ার এক সাক্ষাৎকারে রোয়েকে বলেছেন, ‘আমি যে সম্পদ অর্জন করেছি, তার একটি বড় অংশ সমাজে ফিরিয়ে দিতে চাই।’ তিনি আরো বলেন, ‘এই জাহাজটি তারই অংশ।’
সমুদ্র গবেষণার এই জাহাজে ৩০ জন ক্রু থাকবেন। এ ছাড়া ৬০ জন বৈজ্ঞানিক কর্মকর্তা ও কিছু গবেষণাগারের জন্য জায়গা থাকবে।
রোয়েকে বলেন, ‘ভূপৃষ্ঠের ৭০ শতাংশ জলভাগ কিন্তু তা নিয়ে পর্যাপ্ত গবেষণা হয়নি।’
জেলে বসেই বিলিয়নিয়ার, অতঃপর
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।