ডেস্ক নিউজ:
ক্ষমতাসীনরা টাকা নিয়ে পালিয়ে যাবে আমরা দেশ গড়ব। তাদের কথাতেই বোঝা যাচ্ছে দেশ কি অবস্থায় আছে, বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ২৯ এপ্রিল চট্টগ্রাম নগরের এক প্রতিনিধি সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে খালেদা জিয়া এসব কথা বলেন।
বক্তব্য রাখছেন খালেদা জিয়াপ্রসঙ্গত, ওই সভায় ওবায়দুল কাদের বলেছিলেন, ‘ক্ষমতা বেশি দিন থাকে না। তাই ক্ষমতার অপব্যবহার করবেন না। এটা ভালো নয়। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকাপয়সা নিয়ে পালাতে হবে।’
গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শ্রমিক দলের এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, ‘পুলিশ আমাদের নেতাকর্মীদের ধরে নিয়ে যায়, গুম করে ফেলে, এটা গণহারে সব পুলিশের দোষ না। সরকার তাদের নির্দেশ দেয় বলেই তারা এসব কাজ করে। আমরা ক্ষমতায় এলে, পুলিশকে এসব কাজে ব্যবহার করবো না।’
খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নেতাকর্মীরাবিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘কিছুদিন আগে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি গঠিত হয়েছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধার্পণ করতে হাজারও নেতাকর্মী অংশগ্রহণ করে। এটাই প্রমাণ করে বিএনপির জনপ্রিয়তা কতটা। একারণেই সরকার বিএনপিকে ভয় পায়। বিএনপিকে সমাবেশ করতে বাধা দেয়।’
খালেদা জিয়া তার বক্তব্যে, বন্যা কবলিত হাওর অঞ্চলকে ‘দুর্গত এলাকা’ ঘোষণা না করায় সরকারের সমালোচনাও করেন।