গিয়াস উদ্দিন, পেকুয়া:
কক্সবাজারে বেড়াতে গিয়ে পেকুয়া উপজেলার এক কিশোরের গত ৯ দিন ধরে সন্ধান পাচ্ছেনা তার পরিবার। নিখোঁজ কিশোরের নাম ছৈয়দুল করিম (ড়ালিম)। তিনি পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের নুরীর পাড়া গ্রামের মোহাম্মদ নাজেম উদ্দিনের পুত্র। নিখোঁজের পরিবার সুত্রে জানা গেছে, কিশোর ডালিম গত ২৩/০৪/১৭ তারিখ কক্সবাজারে বেড়াতে গিয়েছিল। বেড়ানোর পর ওই দিন সন্ধায় কক্সবাজার বাসটামিনাল থেকে বাসে উঠে আর বাড়ি ফেরেনি। ডালিম চকরিয়া উপজেলার বদরখালি বাজারের আবুল শামার ফার্নিচারের দোখানে পালিস মেস্তেরী হিসাবেও কাজ করতেন।
ডালিমের বাবা নাজেম উদ্দিন জানান, তার কিশোর পুত্র গত ৯দিন আগে কক্সবাজার বেড়াতে গিয়ে আর বাড়ী ফেরেনি। পরিবারের সাথে কোন যোগায়োগ নেই। ডালিম আমার পরিবারের বড় ছেলে এবং একমাএ রোজগার কারি। তিনি আরো বলেন, তার পরিবারের সকল সদস্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে ও কোন সন্ধান পায়নি। তার জন্য তার মা, বাবা,ও দাদী বর্তমানে নাওয়া খাওয়া ভুলে গিয়েছেন। তাই কোন ব্যক্তি তার পুত্র ডালিমের সন্ধান পেলে নিচের নাম্বারে যোগায়োগ করার জন্য তিনি অনুরোধ জানান। ০১৮৪৩৫৫৮৯৭০ (ডালিমের বাবা)। ০১৮৫৮০৪২৪০৯/০১৮৭৫৫১৭৫৬৪।
কক্সবাজারে বেড়াতে গিয়ে পেকুয়ার কিশোর ৯ দিন ধরে নিখোঁজ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
