সংবাদ বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক শ্রমিক দিবসে মিছিল সমাবেশ করেছে জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশন। ১ মে সাকালে সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আমিনুল হকের নেতৃত্বে মিছিল শহরের ঝাউতলা থেকে শুরু হয়ে কালুরদোকান ঘুরে মার্মিজ মাকেট এলাকায় গিয়ে শেষ। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি মামুনর রশীদ মামুন, সাধারণ সম্পাদক আমিনুল হক, জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আনোয়ার, যুগ্ম সম্পাদক মাহমুদুন্নবী।
জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশন সভাপতি গিয়াস উদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও কক্সবাজার দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনের পরিচালনায় এতে আরো বক্তৃতা করেন শ্রমিক নেতা আমিনুল ইসলাম হাসান, জিল্লুর রহমান কাজল, আলী আহমদ, হাসান তালুকদার, মুহাম্মদ আলম, শাহ আলম, তাজুল ইসলাম রাজু, হেফাজ উদ্দিন, আবদুল জব্বার, আবুল হোসেন, মুহাম্মদ ছিদ্দিক, আইয়ুব, শরীফ।
সমাবেশে বক্তারা দাবী করেন, শ্রমিকদের সাপ্তাহিক ছুটি ঘোষণা, কাজের সময় ৮ ঘন্টা করা, শ্রামিক কর্মচারীদের নিয়োগপত্র প্রদান, জাতীয় দিবসসমূহে ছুটি ঘোষণা, ২ ঈদের বোনাস প্রদান, কক্সবাজারে শ্রম দপ্তরের কার্যালয় স্থাপন ও লেবার ইন্সপেক্টর নিয়োগ দিতে হবে।
জেলা শ্রমিক কর্মচারী ফেডারেশনের মিছিল সমাবেশ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
