আবদুল মালেক সিকদার, রামু:
রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে অভিযান চালিয়ে মদসহ জীপ গাড়ি আটক করলেও মাদক সম্রাট মনজুর ও তার বাহিনীকে গ্রেফতার করতে পারেনি বিজিবি। ২মে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এসব মাদক আটক করা হয়। ৫০ বর্ডার গার্ড বিজিবি রামু শহর ক্যাম্প টহল কমান্ডার হাবিলদার খায়রুল ইসলাম ও নায়ক জাকির হোসাইন এ অভিযান পরিচালনা করেন।
সূত্রে জানা যায়, ৫০ বর্ডার গার্ড বিজিবি রামু শহর ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার খায়রুল ইসলাম ও নায়ক জাকির হোছাইন, সুবেদার ফারুক, হাবিলদার জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে রামু রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা বিওরতলী এলাকায় অভিযান চালিয়ে মনজুরের নিজস্ব একটি জীপ গাড়ী ও ১হাজার ৫শত লিটার চোলাই মদসহ আটক করলেও এসময় মাদক সম্রাট মনজুর আলম ও তার বাহিনী পালিয়ে যায়। আটককৃত চোলাই মদের আনুমানিক মূল্য সাড়ে ৪লক্ষ টাকা।
৫০ বর্ডার গার্ডের টহল কমান্ডার খায়রুল ইসলাম জানান, আমরা গোপন সংবাদ পেয়ে গাড়ী ও মদ আটক করি। কিন্তু মনজুর তার লোকজন পালিয়ে যায়। অবৈধ মদ পাচারকারীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে বিজিবি।
এব্যাপারে মাদক স¤্রাট মনজুরকে আসামী করে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে। পাঞ্জেগানা ছাগলিয়াকাটা এলাকার মোহাম্মদ নবীর পুত্র মাদক স¤্রাট মনজুর এর কারণে এলাকার উঠতি বয়সের যুবক ও স্কুল-কলেজে পড়ুয়া ছাত্ররা বিপদগামী হচ্ছে। এলাকার সচেতন ও সুশীল সমাজের লোকজন মনজুরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান প্রশাসনের নিকট। এসময় তারা আরো বলেন, মাদক স¤্রাট মনজুরের কাছ থেকে প্রশাসনের লোকজন মাশুহারা নেওয়ার কারণে তাকে গ্রেফতার করছে না। তার রয়েছে বিশাল নেটওয়ার্ক। কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় পার পেয়ে যাচ্ছে- মনজুর। প্রতি রাত্রে পিক-আপ, জীপ গাড়ী নিয়ে লক্ষ লক্ষ টাকার চোলাই মদ পাচার করছে কক্সবাজার শহরসহ বিভিন্ন এলাকায়। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি এলাকা থেকে এসব চোলাই মদ আসে বলে এলাকাবাসী জানান।