আফিফ হোছাইন তাহসিন মিরকাত , পিতা : আলহাজ্ব মাওলানা মোস্তাক হোছাইন , মাতা : মাশুকা বেগম , গ্রাম: নয়া পাড়া , পোষ্ট : কুতুবজোম , উপজেলা , মহেশখালী , জেলা কক্সবাজার – ২০১৬ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কুতুবজোম সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে গোল্ডেন A+  সহ ট্যালেন্টপুলে সরকারী বৃত্তি লাভ করেছে । তার অসাধারণ এই সাফল্যের জন্য সে পিতা -মাতা , বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞ । সে মহেশখালী কুতুবজোমের প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা নুরুল হক ফারুকীর নাতী ।

ভবিষ্যতে ডাক্তার হওয়ার জন্য সে সকলের কাছে দোয়া প্রার্থী ।