মহান মে দিবস পালন উপলক্ষ্যে ১মে সকাল ১০ঘটিকার সময় পুরাতন শহীদ মিনার হতে কক্সবাজার জেলা ফিসিং বোট শ্রমিক ইউনিয়নের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে কক্সবাজার শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের কায্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার ফিসিং বোট শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম।
সমাবেশে বক্তারা সাগরে জেলেদের নিরাপত্তা, জলদস্যুদের দমন করা,শ্রমিকদের নিয়োগ ও চুক্তি পত্র সম্পদন, কক্সবাজার জেলায় লেবার ইনসপক্টর নিয়োগ, বোট শ্রমিকের ন্যার্য মজুরি প্রদানের দাবী জানান।
বক্তাব্য রাখেন, কক্সবাজার জেলা ফিসিং বোট শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মিজানুর রহমান বাহাদুর, জাফর আলম মাঝি,বশির উল্লাহ মাঝি, নুরুল ইসলাম, ফরিদুল আলম বাদশা মাঝি,মোহাম্মদ ছিদ্দিক,ফজর রহমান, জাতীয় শ্রমিক জোট কক্সবাজার জেলা আহবায়ক আব্দুল জব্বার, সদস্য সচীব প্রদিপ দাস,সমাবেশ পরিচালনা করেন কক্সবাজার জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হালিম।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।