সিবিএন
দেশের অন্যতম বেসরকারী টেলিভিশন এনটিভিতে কিবোর্ড ও পিয়ানো বাজিয়ে বাজিমাত করলেন কক্সবাজারের কৃতি সন্তান নুর মুবিন সিকদার সাইফ। দীর্ঘদিন যাবৎ কক্সবাজারে সঙ্গীতাঙ্গনে এক উজ্জ্বল মুখ। তার পিতা রমজান আলী সিকদারও সাংস্কৃতিক অঙ্গনের একজন পুরোধা। পিতার পদাঙ্খ অনুসরণ করে সুদুর ঢাকার ঐতিহ্যবাহী ব্যান্ড দল ‘অন্দর মহল’র প্রধান ও সঙ্গীত শিল্পী তানজীব সরওয়ারের সাথে থেকে কিবোর্ডিষ্ট হিসাবে দেশ মাতাচ্ছেন কক্সবাজারের গৌরব নুর মুবিন সিকদার সাইফ। গত ২৬ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় দর্শকপ্রিয় টিভি চ্যানেল এনটিভি তে অনুষ্ঠিত সরাসরি গানের অনুষ্ঠানে কিবোর্ড ও পিয়ানো বাজিয়ে দেশ-বিদেশের দর্শকের মাঝে সাড়া ফেলেছেন।
কে এই নুর মুবিন সিকদার সাইফ :
কক্সবাজার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রমজান আলী সিকদার। তিনি একাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক, ব্যবসায়ী সংগঠনের নেতা, দক্ষ রাজনৈতিক ও ক্রীড়া প্রশিক্ষক। তার হাত ধরেই উঠে এসেছে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী থেকে সংগঠক জনপ্রতিনিধি। পাশাপাশি তিনি একজন যাদু শিল্পীও বটে। স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বহু পুরস্কার। তৎমধ্যে শেরে বাংলা এ.কে ফজলুল হক স্বর্ণ পদক, ভাষা সৈনিক ড. মো. শহীদুল্লাহ স্বর্ণ পদক ও বেগম রোকেয়া স্মৃতি সম্মাননা স্বর্ণ পদক সহ অসংখ্য এওয়ার্ড। এই রমজান আলী সিকদার হলেন কক্সবাজার সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল পশ্চিম পোকখালী ইউনিয়নের গোমাতলী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। পিতা আলহাজ্ব সৈয়দ নুর সিকদার, মাতা গোল চেহের বেগম এর একমাত্র সন্তান ও কক্সবাজার শহরের লালদীঘির দক্ষিণ পাড়ে অবস্থিত সিকদার কমপ্লেক্সের স্বত্বাধিকারী রমজান আলী সিকদারের তৃতীয় সন্তান।
এই নুর মুবিন সিকদার সাইফ ঢাকার আইডিয়াল কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত। লেখাপড়ার পাশাপাশি সে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যন্ড দল অন্দর মহলের সদস্য এবং প্রখ্যাত সংগীত শিল্পী তানজিব সরওয়ার এর তত্বাবধানে কিবোর্ডষ্ট ও পিয়ানো বাদক হিসাবে কাজ করছেন।
কক্সবাজারের সাইফের এনটিভিতে বাজিমাত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে