গিয়াস উ‌দ্দিন, পেকুয়া
কক্সবাজা‌রের পেকুয়া উপ‌জেলায় এক প্রবাসী‌কে ছুরিকাঘাত ক‌রে সা‌ড়ে ৪লাখ টাকা ছিনতাই ক‌রে নি‌য়ে গে‌ছে একদল দূবৃত্ত। ওই প্রবাসী‌কে গুরুতর আহত অবস্থায় উন্নত চি‌কিৎসার জন্য পেকুয়া‌ সরকারী হাসপাতাল থে‌কে ১ মে সন্ধ্যায় চ‌মেক হাসপাতা‌লে রেফার করা হ‌য়ে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে; আজ ১ মে বিকাল ৪টার দি‌কে পেকুয়া উপ‌জেলার বারবা‌কিয়া ইউ‌নিয়‌নের ভারুয়াখালী আ‌মি‌নের ঘাটা এলাকায়। আহত প্রবাসীর নাম দিদারুল ইসলাম (৩০)। তি‌নি বারবা‌কিয়া ইউ‌নিয়‌নের ভারুয়াখালী গ্রা‌মের জাফর আল‌মের পুত্র।
আহত প্রবাসী দিদারুল ইসলা‌মের প‌রিবার সু‌ত্রে জানা গে‌ছে, আজ ১ মে চক‌রিয়ার এক‌টি ব্যাংক থে‌কে জ‌মি ক্রয় করার জন্য সা‌ড়ে ৪লাখ টাকা স‌ঙ্গে নি‌য়ে বাড়ী ফির‌ছি‌লেন দিদারুল ইসলাম। প‌থিম‌ধ্যে বিকাল চারটার দি‌কে ভারুয়াখালী আ‌মি‌নের ঘাটা পর্যন্ত পৌঁছা‌লে পূর্ব থে‌কে উৎ‌পে‌তে থাকা একই গ্রা‌মের ছালামত আলীর পুত্র রুহুল আ‌মিন প্রকাশ পু‌তিয়া, তার দুই পুত্র ফোরকান ও বোরহান, নুরুল আ‌মি‌নের পুত্র রিয়াদসহ আ‌রো ক‌য়েকজ‌নের একদল লোক ধারা‌লো ছু‌রি দি‌য়ে প্রবাসী দিদারুল ইসলাম‌কে চু‌রিকাঘাত ক‌রে তার কা‌ছে থাকা সা‌ড়ে ৪ লাখ টাকা ছিনতাই ক‌রে নি‌য়ে যায়। প‌রে স্থানীয়রা খবর পে‌য়ে এ‌গি‌য়ে এ‌সে ঘটনাস্থল থে‌কে গুরুতর আহত অবস্থায় প্রবাসী দিদারুল ইসলাম‌কে উদ্ধার ক‌রে পেকুয়া সরকারী‌ হাসপাতা‌লে ‌চি‌কিৎসার জন্য নি‌য়ে আ‌সে। তার শরী‌রের বি‌ভিন্ন অং‌শে ধারা‌লো ছু‌রিদ্বারা আঘা‌তের চিহ্ন দেখা গে‌ছে। প‌রে সেখান থে‌কে চ‌মে‌কে রেফার করা হ‌য়ে‌ছে। এ ব্যাপা‌রে পেকুয়া থানায় প্রবাসী প‌রিবার টাকা ছিনতাই‌য়ের সা‌থে জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে মামলার প্রস্তু‌তি নি‌চ্ছেন ব‌লে জানা গে‌ছে।