সিবিএন:
শ্রমিকেরাই মালিকের অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। শ্রমিককে অবমূল্যায়ন করা হলে প্রতিষ্ঠানের যাত্রাপথ বাঁধাগ্রস্ত হয়ে পড়ে। কাজেই যথাযথ মূল্যায়ন করা মালিকের কর্তব্য। শ্রমিকের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা সহ্য করা হবে না।
১ মে সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কক্সবাজার দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভায় বক্তারা এসব কথা বলেন।
কক্সবাজার পৌর ভবনের সামনে সংগঠনের জেলা সভাপতি মামুনুর রশীদ মামুন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক কর্মচারী কর্মচারী ফেডারেশনের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ।
তিনি মালিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা কর্মচারীদের নিজ সন্তান বা ভাই ভাবুন। তাদের অন্তর দিয়ে ভালবাসুন। দেখবেন আপনার অনেক এগিয়েছে। কর্মচারীদের অবহেলা করলে নিজেদেরই ক্ষতি হবে।
সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা শ্রমিক কর্মচারী কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিনুল হক, কক্সবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম হাসান, সহ-সাধারন সম্পাদক আরিফুল ইসলাম ও অর্থ সম্পাদক হামিদ আজম বকুল।
বক্তব্য রাখেন ছাত্রনেতা তৈয়ব উদ্দিন, শ্রমিক নেতা সাইফুল ইসলাম মামুন, আমির আহমদ, আব্দুল গাফফার কুতুবী, জাহেদুল করিম, জসিম উদ্দিন, তাজ উদ্দিন চৌধুরী তানিম, সাইফুল ইসলাম ইমন, হুমায়ুন, দিপ্রহর বড়ুয়া, জাহাঙ্গীর আলম, আবুল কালাম, জয়নাল আবেদীন, ফরিদুল আলম, শাহেদুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে শ্রমিক নেতা মামুন-শাহাব উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের লাল সবুজের বিশাল পতাকাসহ বর্ণাঢ্য শুভাযাত্রা পুরো শহর প্রদক্ষিণ করে। মিছিলটি ছিল পহেলা মে এর অন্যতম আকর্ষণ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।