সংবাদ বিজ্ঞপ্তি
মহান দিবস পালন করেছে জাতীয় শ্রমিকপার্টি কক্সবাজার জেলা শাখা। এ উপলক্ষে ১মে সকালে শহরের লালদীঘিপাড়স্থ জাতীয়পার্টির কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তারেক।
তিনি বলেন, শ্রমিকের কারণেই একটি দেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে। শ্রমিকদের অবমূল্যায়ন করে কোন প্রতিষ্ঠান সফল হতে পারেনা।
তিনি প্রশ্ন রাখেন, অধিকারের জন্য মাঠে নামতে হবে কেন? যার পাওনা তাকে দিয়ে দিলেই তো হয়।
এ সময় তিনি শ্রমিকদের সঠিক মজুরী প্রদান ও যথাযথ মূল্যায়নে মালিকদের আরো বেশী আন্তরিক হবার আহবান জানান।
জেলা শ্রমিকপার্টির সভাপতি এসএম বাবরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জাতীয়পার্টির সভাপতি মেহেরুজ্জামান, রামু উপজেলা সভাপতি হোসাইনুল ইসলাম মাতব্বর, মহেশখালী উপজেলা সভাপতি অধ্যাপক আজিজুল হক, জেলা জাপা নেতা অধ্যাপক আতিকুর রহমান, জাতীয় ছাত্রসমাজের জেলা সভাপতি সোলতান মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন।
জাতীয় শ্রমিকপার্টি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল মনজুরের পরিচালনায় উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির কক্সবাজার শহর সভাপতি ছৈয়দ আলম, শ্রমিক নেতা আবু বক্কর ছিদ্দিক, ছৈয়দ আলম, মিজানুর রহমান, ডা. নুরুল ইসলাম (মনি), ডা. সোহেল, তুহিন, মোহাম্মদ আলী নুনু, আইয়ুব, মোর্শেদ, হেলাল, ইমন, শিমুল চৌধুরী,জরিপ,তানভীর প্রমুখ।