মো. নুরুল করিম আরমান, লামা:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও জঙ্গিবাদের কারণে উন্নয়ন কাজ বাধাগ্রস্থ হয়। এরা সমাজ তথা দেশের শত্রু। তাই প্রশ্রয় না দিয়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যমত গড়ে তুলে তাদেরকে কঠোর হস্তে প্রতিহত করতে হবে। রবিবার বিকালে বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর ও সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে বান্দরবানের লামা উপজেলাসহ তিন পার্বত্য জেলায় কোন উন্নয়ন কাজ হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায়ই রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ-মাদ্রাসা, স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, বিদ্যুৎ, ফায়ার সার্ভিসসহ ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মার সভাপতিত্বে স্কুল মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, বান্দরবান সদর পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জয় মার্মা বক্তব্য রাখেন। উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু, বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. অংচালু মার্মা, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ, রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুছা ফারুকী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক থুইনু মং মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্বাবধানে উপজেলার গজালিয়া ইউনিয়নের চিন্তাবর পাড়া রাস্তা, গজালিয়া বমু খালের ওপর নির্মিত ব্রিজ উদ্বোধন ও এলজিইডির তত্বাবধানে গজালিয়া-বানিয়ারছড়া সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর এবং গজালিয়া বাজারে পার্বত্য জেলা পরিষদের তত্বাবধানে নির্মিত বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার উদ্ভোধন শেষে ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোলার প্যানেল বিতরণ করেন তিনি।