হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

শাহপরীরদ্বীপের শীর্ষ মানব পাচারকারী ও একাধিক মানব পাচার মামলার পলাতক আসামী নুর হাকিম মাঝিকে (৫২) গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। নুর হাকিম মাঝি শাহপরীরদ্বীপ দক্ষিণপাড়ার মৃত আবদুল গণি প্রকাশ গনু মিয়ার ছেলে।

টেকনাফ মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ২৯ এপ্রিল দুপুর ১২টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মাঝরপাড়া এলাকা থেকে পুলিশের একটি টিম নুর হাকিম মাঝিকে গ্রেপ্তার করে। সে শাহপরীরদ্বীপ দক্ষিণপাড়ার মৃত আবদুল গণি প্রকাশ গনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় দুটি মানব পাচার মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো: মাইন উদ্দিন খাঁন জানান নুর হাকিম মাঝি সাগর পথে মানবপাচারের রুট আবিষ্কারকদের মধ্যে অন্যতম। তার বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচারের ২টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।