মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা উপজেলায় শালিশী বৈঠকে গৃহবধূসহ ৪ জনকে পিটিয়ে আহত করেছে শশুর পক্ষীয়রা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার গজালিয়া ইউনিয়নের গতিরাম পাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, গৃহবধূ পারভীন আকতার (১৯), মিরাজু বেগম (২৭), মামুনুর রশিদ (২২) ও আবুল কালাম (৩০)।
স্থানীয় সূত্র জানায়, পারভীন আকতারের ৮ মাসের শিশু সামি আক্তারকে তার দেবর কোল থেকে জোর করে নিয়ে যায়। সন্তান ফিরে পেতে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দদের কাছে আবেদন করেন পারভীনের পরিবার। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ সদস্য জাতেরুং ত্রিপুরার বাসায় উভয় পক্ষকে নিযে শালিশী বৈঠক বসে। বৈঠকে কথাকাটাকাটির এক পর্যায়ে গৃহবধূ পারভিনের স্বামী মো. আব্দুল্লাহসহ আরও ৯-১০ জন সংঘবদ্ধ হয়ে ৪ জনকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গজালিয়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ড সদস্য জাতেরুং ত্রিপুরা বলেন, ঘটনাটি খুবই দুখ জনক। গৃহবধূ পারভিনসহ আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।