এম.জিয়াবুল হক, চকরিয়া:
চকরিয়ায় আওয়ামীলীগের নেতাকর্মী ও শেখ জামাল ক্লাব এবং ক্রীড়ানুরাগীদের উদ্যোগে ২৯ এপ্রিল নানা আয়োজনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী শেখ জামাল ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ জামালের ৬৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এদিন বিকালে চকরিয়া শহরের পুরাতন এসআলম কাউন্টারস্থ জনতা শপিং সেন্টারে শেখ জামাল চকরিয়া ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে শেখ জামালের জন্মদিনের অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলস্থরের নেতৃবৃন্দকে নিয়ে শেখ জামালের জন্মদিনের কেক কাটেন অতিথিবৃন্দ। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
শেখ জামাল চকরিয়া ক্লাবের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং কক্সবাজার ট্টাক মিনিট্টাক পিকআপ শ্রমিক ( ১০৮৫) ইউনিয়নের সভাপতি ফজলুল করিম সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চেয়ারম্যান ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও চকরিয়া মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের সভাপতি শওকত হোসেন, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা পরিমল বড়–য়া, শেখ জামাল চকরিয়া ক্লাবের সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের সদস্য এসএম আলমগীর হোছাইন। বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা শ্রমিকলীগের আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ হায়দার আলী, বিশিষ্ট ব্যবসায়ী জানে আলম, শেখ জামাল চকরিয়া ক্লাবের সদস্য ওয়াহিদ উদ্দিন ইবনু, সদস্য বশির আলম, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ। উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ, পৌরসভা ২নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ইমরান কাদের, চকরিয়া পৌরসভা ছাত্রলীগ নেতা শেফায়েত হোসেন ওয়ারেচী, ছাত্রনেতা সুজন, নয়ন, নাবিল, চকরিয়া কোরক বিদ্যাপীঠ ছাত্রলীগ নেতা তাসকিন, শাওন, বাপ্পী, আবদুল্লাহ, জয়নাল আবেদিন, জিহান, রাকিব, মিসবাহ, আজিজ, আবু বক্কর, মাহিন, সুজন, রামিম, পৌরসভার ৮নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাত্তার, ২নং ওর্য়াডের ছাত্রনেতা সাকিবসহ অসংখ্য নেতৃবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।