চকরিয়া সংবাদদাতা:
চকরিয়ায় স্কুল ছাত্রীকে ইভতিজিং, দু’শিক্ষার্থীকে কুপিয়ে জখম সহ একাধিক ঘটনায় দায়েরকৃত মামলায় জেল হাজতে আটক আসামী জামিনে মামলার বাদী, স্কুল পড়–য়া ছেলে ও স্বাক্ষীর মেয়েসহ ৪জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ২৭এপ্রিল বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীরকুম বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
অভিযোগে জানাগেছে, পৌরসভার ৯নং ওয়ার্ডের পুকপুকুরিয়া নিজপানখালী গ্রামের শাহ আলম ড্রাইভারের মেয়েকে স্থানীয় মো: আলীর পুত্র আরমান উদ্দিনসহ বখাতে সন্ত্রাসীরা নানাভাবে উত্যাক্ত করে আসছিল। এর প্রতিবাদ করতে গিয়ে শাহ আলমের স্কুল পড়–য়া মেয়ে ও ছেলেকে স্কুলে যাওয়ার পথে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ওই ঘটনায় শিক্ষার্থীদের মা আমেনা বেগম বাদী হয়ে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালতে চকরিয়া থানাকে মামলা নেওয়ার নির্দেশ দেন। এর আলোকে মামলায় বখাটে আরমানসহ কয়েকজনকে আটক করে জেল হাজতে পাঠায়। সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি নিয়ে হুমকি ধমকি দেওয়ার এক পর্যায়ে ২৭এপ্রিল বিকেল ৪টায় সশস্ত্র হামলা চালানো হয়েছে। সন্ত্রাসী আরমান উদ্দিন, বোরহান উদ্দিন,তাদের পিতা মো: আলী, চাচা আবুল হোসেন সহ আরো ৫/৬জনের দূর্বৃত্ত হাতে দা কিরিছ নিয়ে প্রথমে শাহ আলমের স্কুল পড়–য়া ছেলে রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রবিউল হাসান হৃদয়, তার সহপাঠি উম্মে ছালমাকে কুপিয়ে জখম করে। তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে মারূফা জন্নাত ও স্কুল ছাত্রের মা আমেনা বেগমসহ ৪জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। এনিয়ে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।