হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
টেকনাফ-সাবরাং সড়কে চাঁদের গাড়ীর ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
জানা যায় ২৭ এপ্রিল সকাল পৌনে ১০টার দিকে উপজেলার টেকনাফ-সাবরাং সড়কের নাজিরপাড়াস্থ চকবাজার জামে মসজিদ সংলগ্ন সড়কে টেকনাফ হতে শাহপরীরদ্বীপগামী একটি চাঁদের গাড়ি (জীপ) অসাবধানতাবশতঃ স্থানীয় মোঃ রফিকের পুত্র মোঃ রায়হানকে (৬) দাঁড়িয়ে থাকা অবস্থায় ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকালে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। স্থানীয় মেম্বার এনামুল হক যানবাহনের ধাক্কায় শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
টেকনাফে জীপের ধাক্কায় শিশু নিহত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।