সংবাদ বিজ্ঞপ্তি
মহান মে দিবস উপলক্ষে কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনকে ২৭ এপ্রিল সাপ্তাহিক ছুটি, কর্মচারীদের নিয়োগপত্র, ওভারটাইম প্রদান, চিকিৎসা ছুটিসহ বিভিন্ন দাবী সম্বলিত স্বারকলিপি প্রদান করা হয়েছে।
১লা মে আর্ন্তজাতিক শ্রমিক দিবসে পূর্ণদিন ছুটি ঘোষনার দাবী জানানো হয়। স্বারকলিপিতে কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়নের শ্রম আইন অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিনে দোকান খোলা রেখে শ্রমিক কর্মচারীদের কাজ করতে বাধ্য করেছে উল্লেখ করে অবিলম্বে সাপ্তাহিক ছুটি কার্যকরের দাবী জানান। এতে আরো উল্লেখ করেন দোকান কর্মচারী নেতৃবৃন্দ শ্রম আইন অনুযায়ী চিকিৎসা ছুটি বা ভাতা, অবৈতনিক ছুটিসহ দোকান কমর্তচারী ইউনিয়নের ছয়দফা দাবী বাস্তবায়নের জোর দাবী জানান।
স্বারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন সভাপতি আলহাজ¦ মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ¦ মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মাওলানা আবদুল গফুর, কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মামুনর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, অর্থ সম্পাদক হামিদুল আজম বকুল, সাব কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সরওয়ার, শহীদুল ইসলাম, হামিদ, ফেরদৌস, জাহেদ প্রমূখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।