মো. নুরুল করিম আরমান, লামা:

প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে যাত্রী পরিবহন কাজে নিয়োজিত ম্যাজিক গাড়ি প্রকাশ ‘ছাড়পোকা‘ বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন করেছে- বান্দরবানের লামা উপজেলা মাহিন্দ্রা, সিএনজি, টমটম, অটোরিক্সা চালক এবং মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কুটুমবাড়ি রেস্টুরেন্টের দোতলায় এ সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, অটোরিক্সা চালক ও মালিক সমিতির সভাপতি মো. নিজাম উদ্দিন। এতে মাহিন্দ্রা ও সিএনজি মালিক সমিতির সভাপতি মো. জালাল উদ্দিন, সাধারন সম্পাদক মো. ইব্রাহিম, মাহিন্দ্রা ও সিএনজি চালক সমবায় সমিতির সভাপতি মো. হানিফ, সাধারন সম্পাদক আবুল খায়ের, অটোরিক্সা মালিক ও চালক সমিতির সাধারন সম্পাদক মো. ইউছুপ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সংগঠনগুলোর প্রায় অর্ধশতাধিক নেতৃকর্মী ও শ্রমিক উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সিএনজি, মাহিন্দ্রা, টমটম ও অটো-রিক্সা চালিয়ে উপজেলার প্রায় ১২শ শ্রমিক পরিবারের সংসার চলে। হঠাৎ করে গত ২১ এপ্রিল পরিকল্পিতভাবে কক্সবাজারের চকরিয়া কেন্দ্রীক জীপ মালিক সমিতির তত্বাবধানে ভারত থেকে আমদানিকৃত ১০-১২টি ম্যাজিক গাড়ি পৌর শহরের বিভিন্ন সড়কে যাত্রী পরিবহন কাজে নিয়োজিত করে। এতে করে সিএনজি, মাহিন্দ্রা, টমটম ও অটো-রিক্সার সাথে জড়িত প্রায় ১২শ শ্রমিক বেকার হয়ে পড়ে। পরে গত ২৩ এপ্রিল ম্যাজিক গাড়ি বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিতভাবে দাবী জানান সমিতির নেতৃব্ন্দৃরা। ওইদিন আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্তানুযায়ী নিয়োজিত ম্যাজিক গাড়ি না চালানোর সিদ্ধান্ত হলেও প্রশাসনের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে এখনো সড়কে নিয়োজিত রয়েছে ম্যাজিক গাড়ি। এ সময় বক্তারা আরও বলেন, দ্রুত পৌর শহরে যাত্রী পরিবহন কাজে নিয়োজিত ম্যাজিক গাড়ি বন্ধ করা না হলে স্ব-পরিবারে রাস্তায় নেমে কঠোর কর্মসূচী পালন করা হবে।